ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

বেলুনের জেরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার | আপডেট: ০৭:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

আকাশে নজরদারি বেলুনের জেরে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানীতে পৌঁছেছে। এরইমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। 

অ্যান্টনি ব্লিঙ্কেন বিবৃতিতে বলেছেন, মার্কিন আকাশে চীনা বেলুন উড়ানো সার্বভৌমত্বের লঙ্ঘন। ব্লিঙ্কেনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা ছিল।

সফরটি হলে ২০১৮ সালের পর চীন সফরকারী প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতেন তিনি। এদিকে বেলুনকাণ্ডে দুঃখ প্রকাশ করেছে চীন। বেলুনটি আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল বলে দাবি করেছে দেশটি।

বাতাসের কারণে বেলুনটি পরিকল্পিত গতিপথ থেকে যুক্তরাষ্ট্রের আকাশে গেছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এসবি/