ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে তাপমাত্রা নেমেছে মাইনাস ৭৯ ডিগ্রিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

যুক্তরাষ্ট্রে শক্তিশালী আর্কটিক শীতকালীন ঝড়ের কারণে মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তাপমাত্রা। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দেড় কোটি মানুষ আর্কটিকের বরফ বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে।

এছাড়া শুক্রবার যুক্তরাষ্ট্রের ইতিহাসের শীতলতম বাতাস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এবং নিউ ইংল্যান্ডের ছয়টি রাজ্যের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

তাপমাত্রা দ্রুত নামায় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে নাগরিকরা ফ্রস্টবাইট আক্রান্ত হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

আগামী কয়েকদিন আরও কিছু শহরে তাপমাত্রা রেকর্ড পরিমাণ নামবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

এই বৈরি আবহাওয়ার মধ্যে বাসিন্দাদের বাড়িতে থাকার পাশাপাশি হাইপোথার্মিয়ার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে।

এসবি/