ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

বিশ্ব মন্দা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার | আপডেট: ০৯:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

বৈশ্বিক মন্দাসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। 

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর উদ্যোগে দুইদিনের বার্ষিক সম্মেলন শুরু হয় রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে।

শনিবার এই সম্মেলনে অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক খাতে যেমন উন্নত হচ্ছে, একইসাথে মানব সম্পদ উন্নয়নের সূচকেও বেশ অগ্রগামী।

করোনা পরবর্তী সংকট কাটিয়ে ধীরে ধীরে এলসি খুলে দেয়া হচ্ছে, বাড়ছে আমদানি। প্রতিবছর রাজস্ব এবং জিডিপি বাড়লেও কর আহরণে আরো মনোযোগ দেয়ার পরামর্শ দেন তারা। 

দুইদিনের সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ের উপর দক্ষিণ এশীয় ৩০০ অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়ন কর্মী, নীতিনির্ধারকরা তাদের গবেষণা উপস্থাপন করবেন।

এসবি/