পাবনায় শুরু হলো মাসব্যাপী একুশে বইমেলা
পাবনা প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
উৎসবমুখর পরিবেশে পাবনায় শুরু হলো ফেব্রুয়ারি মাসব্যাপী একুশে বইমেলা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে এই মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় ও দলগত সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিতে এবং উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বইয়ের বিকল্প নেই।
স্বাগত বক্তব্য দেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন।
একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ ড.জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ।
মেলায় নানা বিষয়ের বই নিয়ে অর্ধশতাধিক স্টল বসেছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন বইয়ের প্রকাশনা উৎসব।
এএইচ