জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা (ভিডিও)
বদরুল হাসান লিটন, রাজশাহী থেকে
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
চিকিৎসার নামে প্রতারণা করেই যাচ্ছেন ধর্ষণ ও হত্যার দায়ে সাজাপ্রাপ্ত কথিত গ্রাম্য চিকিৎসক। চিকিৎসাবিদ্যা না থাকলেও সমাধান দিচ্ছেন জটিল সব রোগের। প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ।
রাজশাহীর তাহেরপুর পৌরসভার হরিফলার মাহাবুর রহমান রাজ। নিজেকে পরিচয় দেন গ্রাম্য চিকিৎসক হিসেবে। শিক্ষা না নিলেও চিকিৎসা করছেন জটিল সব রোগের।
আবার রোগীর আনা পানি দেখেই নাকি বলে দিতে পারেন রোগের ধরন।
চিকিৎসক মাহাবুর রহমান রাজ বলেন, “রোগী পানি নিয়ে আসলে তা দেখে ওই রোগী বিস্তারিত আমি বুঝতে পারি। সেই অনুপাতে তার চিকিৎসা দিয়ে থাকি।”
স্থানীয়রা বলছেন, চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন ধর্ষণ ও হত্যার দায়ে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান। জামিনে মুক্তি পেয়ে শুরু করেন এই প্রতারনা
অভিযোগ রয়েছে, চিকিৎসা নিতে আসা নারী রোগীদের অনৈতিক প্রস্তাব দেয়ারও।
স্থানীয়রা জানান, ভালো মহিলা দেখলে ঘরে নিয়ে যান। বিভিন্ন কথাবার্তা বলেন। এ ধরনের অনেক ঘটনা রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মাহাবুর রহমানের দাবি, চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়েই সেবা দিচ্ছেন তিনি।
মাহাবুর রহমান রাজ বলেন, “ডাক্তারি উপরে প্রাকটিস করেছি, তার সার্টিফিকেটও আছে।
সঠিক তদন্তের মাধ্যমে ওই প্রতারকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।
এএইচ