প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে বরগুনায় মানববন্ধন
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০২:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বরগুনার তালতলীতে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আত্মকর্মসংস্থান ও নদী ভাঙনকবলিত এলাকা রক্ষা করার জন্য প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় রাখাইন, জেলে, কৃষকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন হাওলাদার, তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, ইউপি সদস্য আবদুল লতিফ নান্টু, সাবেক ইউপি সদস্য আলম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিল্প মন্ত্রণালয় থেকে দফায় দফায় প্রতিনিধি দল উক্ত এলাকা পরিদর্শন করেন। তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু , নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও স্থানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পূর্ববর্তি জনসভায় বরগুনার তালতলী উপজেলার হাইস্কুল মাঠে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প স্থাপনের ঘোষণা দেন।
এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। এরপর অজ্ঞাত কারণে কমিটির কার্যক্রম স্থগিত হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তিতে আবারও কার্যক্রম শুরু হলেও ধীরগতির কারণে এখনও বাস্তবায়ন হয়নি।
এএইচ