ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

হত্যাসহ ৮ মামলার আসামি রুস্তুম খা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

ঝালকাঠি বিডি পুলিশের একটি দল হত্যা-অপহরণসহ ৮ মামলার আসামি ও মাদককারবারি রুস্তুম খা (৫০)কে এক কেজি গাজাসহ গ্রেফতার করেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজাপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন বিচারক।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অভিযানটি পরিচালনা করে রাজাপুর উপজেলার গলুয়া দুর্গাপুর আদর্শ ফোরকানিয়া নুরানী মাদ্রাসার নতুন ভবনের পার্শবর্তী স্থান থেকে তাকে গ্রেপ্তার করে। 

আটক রুস্তুম খা উপজেলার পুটিয়াখালি গ্রামের মৃত লতিফ খার পুত্র।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, “পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুলের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলটি হত্যা, অপহরণ ও চুরিসহ ৮টি মামলার আসামি মাদককারবারি রুস্তুম খাকে এক কেজি গাজার চালানসহ আটক করতে সক্ষম হয়। 

আটককৃত ১ কেজি গাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে ডিবির এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে আটককৃত রুস্তুম খার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করেন।

এএইচ