মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে মতবিনিময় সভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
মেহেরপুরের গাংনীতে মাদক বাল্যবিবাহ জঙ্গি সন্ত্রাসবাদ ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা এগারটার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রনী খাতুন, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার প্রমুখ।
এছাড়া সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপাধ্যক্ষ রাজু আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেআই//