ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

নিহত ছাড়াল ১৯০০, আবার কাঁপল তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

তৃতীয়বারের মত কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া সীমান্ত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৬। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্ক। তুরস্কে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ১২১ জনের। এদিকে সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে। মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অনেকে। 

সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশ ভূগর্ভের প্রায় ২৪.১ কিলোমিটার গভীরে। 

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল। ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমে একটি ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

তবে ১৯৩৯ সালের পর তুরস্কে এই প্রথম এত শক্তিশালী কম্পন অনুভূত হল।

এসবি/