ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

তুরস্কে ভূমিকম্প: ঠাণ্ডা ও বৃষ্টিতে ব্যাহত উদ্ধার অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সাথে লড়াই করে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। 

সোমবার ভোরের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে পরিমাণ হতাহতের খবর পাওয়া গেছে তা আরও আট গুণ বাড়তে পারে। 

এই দুর্যোগের পর এখন বেঁচে ফেরা মানুষের নিজ বাসভবনে ফিরতেও ভয় পাচ্ছেন। 

সোমবার স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরে আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি। এরপর আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিলো কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায়। 

আফটারশক চলা অবস্থাতেও উদ্ধারকারীরা থেমে থাকেননি। খালি হাতে ধ্বংসস্তূপ খনন করে জীবিতদের উদ্ধার কাজ চালিয়ে গেছেন। 

তবে তুরস্কের শহর ওসমানিয়েতে বৃষ্টিপাত উদ্ধারকর্মীদের বাধা হয়ে দাঁড়িয়েছে।প্রচণ্ড ঠাণ্ডা-বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আরও কঠিন হয়ে পড়েছে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া।  

আফটারশকে আবারও কোনো ভবন ধসে পড়তে পারে এই ভয়ে প্রচণ্ড ঠাণ্ডার মাঝেও রাস্তায় ক্যাম্প করে থাকতে দেখা গেছে দুর্যোগ কবলিত এলাকার মানুষদের।আগুন জ্বেলে ঠাণ্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। 

শহরের এক হোটেল মালিক বিবিসিকে বলেছেন, ওই রাতে তার হোটেলে থাকা ১৪ জন অতিথির মধ্যে মাত্র সাতজনকে পাওয়া গেছে।

এই দুর্যোগে তুরস্কের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিভিন্ন দেশ। তবে ভূমিকম্প তুরস্কের তিনটি বিমানবন্দরের যে পরিমাণ ক্ষতি করেছে তাতে ওইসব এলাকায় সাহায্য পৌঁছানোও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   

সূত্র: বিবিসি

এসবি/