ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

‘তারা চিৎকার করে ডাকছে, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

হিমাঙ্কের নিচে তাপমাত্রা, তুষার ও বৃষ্টি। এরইমধ্যে রাতভর জীবিতদের সন্ধানের চেষ্টা করে গেছেন উদ্ধার কর্মীরা।

উদ্ধারকর্মীদের অনেকেই বলছেন ধ্বংসাবশেষে আটকে পড়ারা সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু তারা অনেক সময় নিরুপায় ও অসহায় হয়ে পড়ছেন। 

তুরস্কের দক্ষিণের প্রদেশ হাতায়ে এক ব্যক্তি বৃষ্টির মধ্যে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে পড়ছেন তারা। বর্ণনা করছিলেন আটকেপড়াদের এবং উদ্ধারকারীদের অপেক্ষার কথা।

তিনি জানান, "আটকে পড়া অনেকেই শব্দ করছে কিন্তু কেউ সেখানে পৌঁছাতে পারছে না।" 

তিনি বলেন, "আমরা বিধ্বস্ত। হে ঈশ্বর... তারা ডাকছে। তারা বলছে, 'আমাদের বাঁচাও,' কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না।"

সূত্র: বিবিসি

এসবি/