ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ছবিতে দেখুন তুরস্কের ভূমিকম্প পরবর্তী কিছু দৃশ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়া আঘাত হানা প্রবল ভূমিকম্পের পর পুরো এলাকা জুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সোমবার ভোর রাতের এই ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সাথে সাথে নিহত আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছবিতে ছবিতে দেখুন ভূমিকম্প পরবর্তী কিছু দৃশ্য।

তুরস্কের দিয়ারবাকিরে একটি ধসে পড়া বিল্ডিং থেকে লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে

তুর্কি শহর সানলিফুরায় ধসে পড়া একটি বহুতল বাড়ি

ওসমানিয়া প্রদেশের একটি ১০-তলা বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১০-বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে

হাতায় প্রদেশের একটি শতবর্ষী ক্যাথলিক গির্জা ধূলোয় মিশে গেছে

হাতায় প্রদেশের এক শিশুকে নিরাপদে নামিয়ে আনা হচ্ছে

তুরস্ক এবং সিরিয়া জুড়ে এই ভূমিকম্প আঘাত এনেছে মোট তিনবার। প্রথমবার রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়

তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় এভাবেই বিপন্ন মানুষকে উদ্ধারের প্রচেষ্টা চলছে

ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হওয়া আহত মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

হাসপাতালগুলো ইতোমধ্যেই বোঝাই হয়ে গেছে

ভূমিকম্পে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ

ব্যাপক এই ধ্বংসযজ্ঞের মধ্যে নিখোঁজ নিকটজনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকেই

সূত্র: বিবিসি বাংলা

এসবি/