সিরাজগঞ্জে পৃথক ঘটনায় বিধবা ও যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সিরাজগঞ্জে পৃথক ঘটনায় কামারখন্দ হতে এক বিধবা ও শাহজাদপুরের মশিপুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাদের দুজনের লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন কামারখন্দ থানার কর্ণসূতি গ্রামের মৃত তফাজ্জল মণ্ডলের মেয়ে ছালেকা খাতুন (৫০) এবং শাহজাদপুর পৌর এলাকার চালা মহল্লার ইছহাক আলীর পালিত পুত্র সাদ্দাম হোসেন (২৭)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে বাড়ি থেকে ছালেকা খাতুনের মরদেহ রশিতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশার কারণে ওই বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অপর ঘটনায় শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, মঙ্গলবার সকালে সাদ্দাম হোসেনকে শাহজাদপুর থানার মশিপুরে রাজ্জাক ব্যাপারীর বাড়ির কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
লাশের ময়নাতদন্তের পর মৃতের কারণ জানা যাবে বলে জানান ওসি।
এএইচ