ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

সেনাবাহিনী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যারাক হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত সেমি পাকা ব্যারাক হাউজ বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিন্দুরআটা এ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণ শেষে বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পগুলি সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় সম্পন্নে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সাথে নির্মাণ করে বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসি