ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ইবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্লাস শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় স্ব স্ব বিভাগগুলো।

বুধবার (৮ ফেব্রুয়ারি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুরু হয়। 

প্রতিটি বিভাগে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরণ করে নেয়া হয়। বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথকভাবে নবীনদেরকে বরণ করে নেয়।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শ্রাবণী আক্তার বলেন, “স্বপ্ন পূরনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমার। আমি সত্যি খুবই আনন্দিত যে স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিবার হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পেয়েছি।”

সমাজকল্যাণ বিভাগের আরেক নবীন শিক্ষার্থী বিন্দু বলেন, “আজ আমার জীবনের একটি বিশেষ দিন। শিক্ষা জীবন শুরুর থেকেই স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবো। আজ সেই স্বপ্ন স্বার্থক হয়েছে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে এখনও ৪৮১টি আসন ফাঁকা রয়েছে।

এএইচ