ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

রাবিপ্রবির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কামাল সম্পাদক রফিকুল

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উৎসাহ উদ্দীপনার ও সুষ্ঠুভাবে কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টা হতে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রাবিপ্রবি'র কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া রাবিপ্রবি'র কর্মচারী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী।

নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে আসেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য  প্রফেসর ড. কাঞ্চন চাকমা। তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

ফল ঘোষণার পরে নব-নির্বাচিত সদস্যবৃন্দকে উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবাগত সভাপতি কামাল হোসেন বলেন ‘নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে আমি এসেছি তা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য। কর্মচারীদের দাবি দাওয়া আদায় ও তাদের সুযোগ সুবিধা সহ যেকোন উন্নয়ন মূলক বিষয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই’।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। নির্বাচন শেষে তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আশা করি নবাগত কমিটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও বিশ্ববিদ্যালয় সার্বিক উন্নতিতে তারা সবাই কাজ করবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে। এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান।

নির্বাচনের পরে উপাচার্য, নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সমিতির ২য় নির্বাচন। এ নির্বাচিত কমিটি আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী থাকবে।

এসি