শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা:
৬ ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ৬টি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসে কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র-ছাত্রীরা আলাদা গ্রুপে অংশ নেয়। এর মধ্যে বাস্কেটবল ছাত্রদের দল উপঅঞ্চল পর্যন্ত চ্যাম্পিয়ন, আর বাকি প্রতিটি ইভেন্টে ছাত্র-ছাত্রী উভয় দলই জাতীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।
চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যশোরে।
ভলিবলে এ বছর ২ ফেব্রুয়ারি অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়। কোয়ান্টাম কসমো স্কুল বকুল অঞ্চলের হয়ে খেলে। প্রতিপক্ষ দল চাঁপা অঞ্চলের সাথে ২টি সেটের প্রতিটিতে জয়লাভ করে। ৪ ফেব্রুয়ারি কোয়ান্টামের ছাত্রীরাও ২ সেট খেলায় প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের সাথে বিজয়ী হয়।
৫ ফেব্রুয়ারি ছাত্ররা গোলাপ অঞ্চলের সাথে প্রথম ২টি সেটেই বিজয়ী হয় এবং ছাত্রীরা চাঁপা অঞ্চলের বিপরীতে প্রথম ২টি সেটেই জয়লাভ করে বিপুল ব্যবধানে। এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠিত ফাইনালে খেলায় ভলিবলে ছাত্র ও ছাত্রী দুই দলই চ্যাম্পিয়ন হয়।
টেবিল টেনিসে ৩ ফেব্রুয়ারি টেবিল টেনিস দ্বৈত খেলায় কোয়ান্টাম ছাত্ররা প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকে। আর ছাত্রীরা প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের সাথে ০-৩ ব্যবধানে জয়ী হয়। ৪ ফেব্রুয়ারি টেবিল টেনিস ছাত্রী একক গোলাপ অঞ্চলের সাথে জয়ী হয়। এরপর ৫ ফেব্রুয়ারি ছাত্র ও ছাত্রী একক ও দ্বৈত ৪ট ম্যাচের প্রতিটিতেই জয়ী হয় কোয়ান্টাম।
৬ ফেব্রুয়ারি ফাইনালে খেলায় টেবিল টেনিস দ্বৈত খেলায় ছাত্র ও ছাত্রী এবং ছাত্রী একক খেলায় চ্যাম্পিয়ন হয় কোয়ান্টামের শিক্ষার্থীরা। আর টেবিল টেনিস ছাত্র এককে হয় রানারআপ।
বাস্কেট বলে ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পদ্ম অঞ্চল ৪ পয়েন্ট এবং কোয়ান্টামের ছাত্রীরা ৫৯ পেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে যায়। এরপর ৫ ফেব্রুয়ারি তারা গোলাপ অঞ্চলের চেয়ে এগিয়ে থাকে ১৫ পয়েন্টে এবং ফাইনালে গিয়ে কোয়ান্টামের এই ছাত্রী দলটি চ্যাম্পিয়ন হয়।
এসএ/