ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের উন্নতি (ভিডিও)

মিনালা দিবা, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান এখন ‘মধ্যম’ পর্যায়ে। ২০১৪ সালে ‘গুরুতর’ ক্যাটাগরিতে ছিল বাংলাদেশ। মাত্র আট বছরে বাংলাদেশের অগ্রগতি সাড়ে ২৫ শতাংশ।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ প্রকাশ উপলক্ষে চারটি বেসরকারি উন্নয়ন সংস্থার এই যৌথ আয়োজন। যাতে অংশ নেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

প্রতিবেদনে বলা হয়, ১২১টি দেশের মধ্যে ২০২২ সালে হাঙ্গার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। আর ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষুধা সূচকে বাংলাদেশ এগিয়েছে ২৫ ভাগ। এতে গুরুতর দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশ উঠে এসেছে মধ্যম ক্যাটাগরির দেশের তালিকায়।

প্রতিবেদন বলছে, বৈশ্বিক ক্ষুধা সূচকে ২০১৪ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬ দশমকি ৩। আর ২০২২ সালে তা নেমে আসে ১৯ দশমিক ৬-এ।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “পৃথিবীর ১২১টি দেশের মধ্যে খাদ্য সূচকে আমাদের অবস্থান ৮৪তম। এখন আমরা পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য কাজ করছি।”

এ সময়ে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে কমেছে অপুষ্টির হার, শিশুমৃত্যুও মতো ঘটনা। তবে চাইল্ড স্ট্যান্টিংয়ের মাত্রা এখনও ২৮ শতাংশ। যাকে আন্তর্জাতিকভাবে ‘উচ্চহার’ হিসেবে বিবেচনা করা হয়। 

প্রতিবেদনে বেশকিছু চ্যালেঞ্জও ওঠে এসেছে। বলা হচ্ছে, সময়ের সাথে সাথে বাংলাদেশ উন্নতি করলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য ও পুষ্টি-নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। 

ভবিষ্যৎ সংকট এড়াতে ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং স্থিতিশীল খাদ্য-ব্যবস্থা জরুরি বলছে উন্নয়ন সংস্থাগুলো।

এএইচ