তুরস্কে পৌঁছেছে বাংলাদেশের উদ্ধারকারী দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সেদেশে পৌঁছেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এ দলের সঙ্গে রয়েছেন ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, “ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছেছে। সেখান থেকে তারা ৩৫০ কি.মি দূরে অবস্থিত আদিয়ামানে বাসযোগে রওনা করেছেন।”
এর আগে, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, তুরস্ক সরকারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ঔষধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ছাড়িয়েছে।
এসএ/