ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

আনসার বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ০৯:৪২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে যাবেন প্রধানমন্ত্রী।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করবেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমী বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এএইচ