ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সৌদির ক্লাল আল হিলালকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। কোচ হিসেবে তৃতীয়বারের মতো এই শিরোপা জিতলেন কার্লো আনচেলত্তি।

শনিবার রাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি ৫-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। ক্লাব বিশ্বকাপে ইউরোপের সফলতম দলটির এটি পঞ্চম শিরোপা।

রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস ও ভালভেরদে, অন্যটি বেনজেমা। আল হিলালের প্রথম গোলটি করেন মুসা মারেগা। পরে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েতো।

শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লস ব্লাঙ্কোরা। ১৩ মিনিটেই দলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বেনজেমার পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

৫ মিনিট পর ব্যবধান বাড়ান ফেদেরিকো ভালভেদরে। উরুগুয়ের এই মিডফিল্ডারের জোরাল শট ঠেকাতে পারেননি আলি আল-বুলাইহি।

২৬ মিনিটে এক গোল শোধ দেয় আল হিলাল। মোহাম্মদ কানোর চমৎকার পাস পেয়ে দ্রুত গতির শর্টে জাল খুঁজে নেন মালির ফরোয়ার্ড মারেগা। 

বিরতির পর আরও ধারালো হয় রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত ক্রসে স্কোর লাইন ৩-১ করে ফেলেন বেনজেমা। এর ৪ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে ৪-১ এ এগিয়ে দেন ভালভেদরে। 

৬৩ মিনিটে সৌদ আব্দুলহামিদের কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ভিয়েতো।

৬৯ মিনিটে আরও একটি গোল দেন ভিনিসিয়ুস। দানি সেবাইয়োসের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিয়েতো ৭৯তম মিনিটে ব‍্যবধান আরও কমান। সতীর্থের কাছ থেকে গোলমুখে বল পেয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

বাকি সময়ে রিয়ালকে বেশ চাপে রাখে আল হিলাল। তবে হার এড়াতে পারেনি সৌদি ক্লাবটি।

রক্ষণ জমাট রেখে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

৬৬ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য শট নেয় ১১টি, এর পাঁচটি ছিল লক্ষ্যে। এর প্রত্যেকটিই গেছে জালে। অন্যদিকে আল হিলালের আট শটের চারটি ছিল লক্ষ্যে। এর তিনটি যায় জালে।

এএইচ