ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা-বিদেশি মদসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।
    
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাও ২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগর (বটতলী) গ্রামের মোঃ রাশেদুল ইসলাম মোল্লা রাশেদ, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মুক্তার হোসেন সুমন।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব।

এএইচ