ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

বিশ্বকাপে ক্ষরা কাটাতে নামছে টাইগ্রেসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ১২:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

কেপ টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১১টায়।

সংক্ষিপ্ত সংস্করণে সাত টুর্নামেন্টে ৪ বার অংশ নিয়েছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের সুখস্মৃতি আছে মাত্র দুই ম্যাচে। তাও ৯ বছর আগে ২০১৪ সালে ঘরের মাঠে। 

এরপর আরও কয়েকটা আসরে অংশ নিলেও সাফল্যের খাতা শূন্য। এবার দক্ষিণ আফ্রিকাতে সেই ক্ষরা কাটাতে চায় বাংলাদেশ। 

সে লক্ষ্যে প্রথম ম্যাচেই এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগ্রেসরা। 

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা প্রথম জয়ের আশা করছি। বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।” 

এদিকে, প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারানো সুখস্মৃতি ধরে রাখতেই মাঠে নামছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এএইচ