ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মোহাম্মদ সাহাবুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী তিনি, একজন বীর মুক্তিযোদ্ধাও। কর্মজীবনে ছিলেন বিচারক ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার। স্বাধীনতার স্বপক্ষে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তিন বছর কারাগারে কাটিয়েছেন তিনি।

১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। ছাত্রজীবনে ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি। স্বাধীন বাংলা ছাত্রপরিষদের জেলা সভাপতি হিসেবে পাবনায় স্বাধীন বাংলার পতাকার উত্তোলনকারী। অংশগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধে। 

বর্ণাঢ্য কর্মজীবনে মো. সাহাবুদ্দিন আহমেদ একাধারে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও বিচারক। ১৯৮২ সালে বিসিএস ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনে তিনি জেলা জজ, আইন মন্ত্রণালয়ের উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।

নীতি-নৈতিকতার প্রশ্নে তিনি সবসময়ই আপোষহীন। এক পুত্র সন্তানের পিতা মো. সাহাবুদ্দিন আহমেদ। তার স্ত্রী অধ্যাপিকা ডঃ রেবেকা সুলতানা সাবেক যুগ্মসচিব।

আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকলে তিনিই হতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। 

এএইচ