ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

নেপাল-ভুটানসহ পাঁচ দেশে চালু হলো ভারতের ফোনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেইস বা ইউপিআই এর আওতায় আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু করেছে ডিজিটাল পেমেন্ট সার্টআপ ফোনপি। এর ফলে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল ও ভুটানের মার্চেন্ট আউটলেটগুলোতে স্থানীয় কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতেন পারবেন ভারতীয় প্রবাসীরা।

ওয়ালমার্টের ডিজিটাল এই পেমেন্ট স্টার্টআপ বলছে, ফোনপি অ্যাপ ব্যবহারকারীরা আন্তর্জাতিক ডেবিট কার্ডের মতো তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিদেশি মুদ্রায় লেনদেন করতে পারবে।

ইউপিআই হলো ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশনের (এনপিসিআই) ক্রস-বর্ডার শাখা; অর্থাৎ বিদেশে ভারতীয় প্রবাসীদের জন্য লেনদেন সুবিধা দেয় এটি।

ফোনপি অ্যাপ ব্যবহারকারীরা ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে পাঁচটি দেশের ব্যবসা আউটলেটগুলোতে অর্থ পরিশোধ করতে পারবে। আগে ভারতীয় প্রবাসীদের নগদে কিংবা ফরেক্স কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা ব্যবহার করতে হতো। এনপিসিআই চলতি বছরের মধ্যে আরও কিছু দেশে ইউপিআই ইন্টারন্যাশনাল চালুর করার পরিকল্পনা করছে।

ফোনপির সহপ্রতিষ্ঠাতা এবং সিটিও রাহুল চারি বলেন, “ইউপিআই ইন্টারন্যাশনাল হলো প্রথম বড় পদক্ষেপ...। আমি নিশ্চিত এর যাত্রা ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণিত হবে। সেইসঙ্গে বিদেশ ভ্রমণকারী ভারতীয়রা বা প্রবাসীরা অর্থ পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণরূপে নতুন এ প্রক্রিয়ায় চলে আসবে।”

এসি