আবারও এক অজ্ঞাত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আরও আকাশে একটি বস্তুকে ধ্বংস করেছে। এবারের ঘটনাটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে।
অজ্ঞাত বস্তুর কারণে আকাশের দিকে ব্যাপক নজর রাখছে যুক্তরাষ্ট্র। মূলত চীনের একটি বেলুনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও সেটিকে ভূপাতিত করা হয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্র-কানাডার আকাশে অজ্ঞাত বস্তু শনাক্ত হচ্ছে।
এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন একটি এফ-১৬ ফাইটারকে সতর্কতার সঙ্গে সবশেষ বস্তুটিকে গুলি করে নামিয়ে ফেলার নের্দেশ দেন।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার আকাশে উড়তে থাকা অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করা হয়। এরপর বিকেল পৌনে ৪টায় মার্কিন ও কানাডিয়ান বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় বস্তুটিকে শনাক্ত ও ভূপাতিত করা হয়।
এসএ/