ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

স্কুলের ছাদ ফুটো তাই মন্ত্রীর কাছে প্রতিবাদ জানান প্রাইমারি ছাত্র শেখ মুজিব

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি। অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে যান। স্কুলেই তিনি পরিচিত হন শেখ মুজিবের সঙ্গে। মিশন স্কুলের ছাদ দিয়ে কিছুদিন ধরেই পানি ঝরছিল। তাতে ব্যাঘাত হচ্ছিল পড়ালেখার। বই খাতা ভিজেও যেতো মাঝেমধ্যে। স্কুলের ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ তুলে ধরেন প্রতিবাদী মুজিব। ছাত্রাবাস প্রতিষ্ঠার দাবি তোলেন ফজলুল হকের কাছে।

যে সময়টার কথা বলছি-চারপাশে তখন অস্থির-অস্থির ভাব। ডামাডোল না থাকলেও মানুষের মনে ছিল না স্বস্তি। এমন একটি সময়ে বঙ্গবন্ধু পার করেছেন ছাত্রজীবন। গিমাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল, গোপালগঞ্জ সরকারি পাইলট স্কুল ও পরে গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার কারণে বহুমুখি ছাত্রবন্ধু ও বিচিত্র মানুষের সঙ্গেও পরিচয় ঘটে বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবের। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com