ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাপানী শিশুদের একজনকে অন্তত বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

জাপান থেকে নিয়ে আসা দুই শিশুর একজনকে অন্তত বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। 

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সচতেন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলিম আহম্মেদ, কবি ফয়েজ আহমেদ, হৃদয় দেবনাথ, মোবাশ্বের ইসলাম, মাহমুদুল হাসান রিফাত, নাহিদ মোঃ সাদিকসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, জাপান থেকে আসা দুই শিশুর অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করেছেন আদালত। আদালত বাবার করা মামলা খারিজ করে দেয়ায় দুই শিশু এখন থেকে মা নাকানো এরিকোর কাছে থাকবে।

এরপরেই এই মানববন্ধন করেন এলাকার মানুষ। 

উল্লেখ্য জাপান থেকে নিয়ে আসা দুই শিশু হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন ইমরান শরীফ। 

এসবি/