ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে কর কর্মকর্তাদের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভারতের কর কর্মকর্তারা। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে। 

বিবিসির এক কর্মকর্তা এএফপিকে জানান, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। ভবনে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং ভবনটি থেকে কেউ যাতে বের হতে না পারেন সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এ অভিযান চালানো হলো। বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে।

তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসএ/