২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২টি ট্রলার জব্দ
কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
পটুয়াখালীর রামনাবাদ নদীর মোহনা থেকে ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড।
সোমবার গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
পরে আজ বেলা এগারোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।
অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান রাজিউল হাসান।
এসি