ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

নওগাঁয় ৬১ লাখ টাকা মূল্যের ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

নওগাঁর ধামইরহাট থেকে আরও ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।  

মঙ্গরবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ দিনে মোট ৭টি প্রাচীন নির্দশন উদ্ধার হয়েছে।

১৪ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাট উপজেলার চকচন্ডি বিওপির সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। এমন তথ্যর ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩শ' গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭শ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও একই জায়গা থেকে রাত সাড়ে ৭টার দিকে একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি।
উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গত ২১ জানুয়ারী একই উপজেলার গুনদেশাহার গ্রামে পুকুর খননের সময ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তি, এর ১০ দিন পর ১ ফেব্রুয়ারিতে ওই উপজেলার কুলফতপুর গ্রামে পুকুর খননের সময় ৫৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে পুলিশ। এছাড়া একইদিন জেলার নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজার এলাকার একটি বসত বাড়ি থেকে র‌্যাব ১৩ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে। এর ৯ দিন পর ফের ধামইরহাটের কুলফতপুর গ্রামের পুকুর খননের সময় ৪৯ কেজি ওজনের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করে পুলিশ।

কেআই//