সাংবাদিক দীপু হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
প্রয়াত সিনিয়র সাংবাদিক দীপু হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি (রোববার) সকালে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দীপু হাসান কর্মজীবনে প্রথম সারির অনেকগুলো গণমাধ্যমে কাজ করেছেন।
কর্মজীবনে তিনি দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।
বিনয়ী আর সদালাপী ব্রহ্মপুত্র পাড়ের জামালপুরের সন্তান দীপু হাসান আকষ্মিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।
প্রসঙ্গত, যোগ্যতা থাকা সত্ত্বেও শেষদিকে বেকারত্বের অভিশাপে অনেকদিন দংশিত হয়েছেন তিনি। এমনটা দাবি তার সহকর্মীদের।
তার মৃত্যুর পর ফেসবুকে অনেকেই শোক জানিয়েছিলেন। অনেকে ক্ষোভও জানিয়েছিলেন। একজন লিখেছিলেন, সবার জন্য সহায়তাপ্রবণ ভালো মানুষটিকে মিডিয়ার চালাক লোকগুলো বেশি দূর এগোতে দেয়নি। শেষ দুবছর এমনকি তাঁর চাকরিও ঠিকঠাক ছিল না। বস্তুত দীপু ভাই সারা জীবন ঠকলেও মানুষ যে তাঁকে কী ভীষণ ভালোবাসতো, তা তাঁর মৃত্যুর পরে ফেসবুকের দেয়ালে চোখ রাখলেই পরিস্কার হয়।
এসএ/