ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

এয়ার ইন্ডিয়া থেকে বড় ক্রয়াদেশ পেল বোয়িং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

মার্কিন বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং থেকে আধুনিক ২৯০টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া, যা দক্ষিণ এশিয়ায় বোয়িংয়ের এ যাবতকালের সবথেকে বড় চালান হতে যাচ্ছে।

এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার চুক্তির আওতায় রয়েছে ১৯০টি ৭৩৭ ম্যাক্স, ২০টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ১০টি ৭৭৭এক্স বিমান। সেইসঙ্গে অতিরিক্ত ৫০টি ৭৩৭ ম্যাক্স  এবং ২০টি ৭৮৭-৯এস বিমান কেনারও পরিকল্পনা রয়েছে।

এতে বলা হয়, “চুক্তির সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে দক্ষিণ এশিয়ায় বোয়িংয়ের সবথেকে বড় চালান এবং এয়ার ইন্ডিয়ার সঙ্গে ৯০ বছরের অংশীদারিত্বের ইতিহাসে মাইলফলক। অর্ডার চূড়ান্ত হলে তা বোয়িংয়ের অর্ডার ও ডেলিভারি ওয়েব সাইটে পোস্ট করা হবে।”

এয়ার ইন্ডিয়িার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাম্পবেল উইলসন বলেন, “প্রায় ৩০০টি অত্যন্ত উন্নত বোয়িং জেট এয়ার ইন্ডিয়ার ব্যাপক রূপান্তর পরিকল্পনা বিহানের মূল উপাদান। বিহানডটএইআই হলো ব্যাপক রূপান্তর ও সমৃদ্ধি কৌশল, যা আমরা এয়ার ইন্ডিয়াতে অনুসরণ করছি।”

তিনি বলেন, “এই নতুন উড়োজাহাজগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে নাটকীয়ভাবে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে সক্ষম করবে। সম্পূর্ণ নতুন আর বিশ্বমানের অনবোর্ড পণ্যের সুযোগ থাকবে, যা যাত্রীদের সর্বোচ্চ আরাম ও নিরাপত্তায় ভ্রমণের সুযোগ দেবে।”

বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রেসিডেন্ট এবং সিইও স্ট্যান ডিল বলেন, বোয়িং এর প্যাসেঞ্জার জেট কিনতে এয়ার ইন্ডিয়ার পছন্দ আমাদের পণ্য ও পরিষেবার প্রতি আস্থা দেখায়। বোয়িং থেকে উড়োজাহাজ কিনতে চাওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটন, দক্ষিণ ক্যারোলিনা এবং আমাদের সরবরাহ ঘাঁটি জুড়ে প্রকৌশল ও উত্পাদনের কাজগুলোকে সমর্থন দেয়।

ভারতের এয়ার ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের মধ্যে যুগান্তকারী ওই চুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ চুক্তিকে ‘পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ’ হিসেবে বর্ণনা করে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

অন্যদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কিনতে এয়ার ইন্ডিয়ার জন্য যুগান্তকারি চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।

এসি