আইএসের ভয়াবহ হামলায় সিরিয়ায় ৫৩ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে ইসলামিক স্টেট (আইএস) ভয়াবহ হামলা করেছে। এতে অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানায়। এই হামলার জন্য গণমাধ্যমটি আইএসকে দায়ী করেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
সানা’র প্রতিবেদনে জানা যায়, হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, এই হাসপাতালে নেওয়া নিহতদের সবার মাথায় গুলির ক্ষত আছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় হোমস প্রদেশের আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএসের সন্ত্রাসীদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছে।
পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য। সূত্র: রয়টার্স
এসএ/