বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে আহত, নিখোঁজ ৯
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডাকাতের হামলায় একজন জেলে গুলিবিদ্ধ এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার বরগুনার মনির মৃধার মালিকানাধীন এফবি ভাইভাই ট্রলার ডাকাতের কবলে পড়ে।
বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরে ফিরে আসার সময় ডাকাতের ছোড়া গুলিতে খোকন নামে একজন জেলে আহত হয়েছেন এবং তাদের এলোপাথারি মারধরে ৯ জন জেলে সাগরে পরে গিয়ে নিখোঁজ রয়েছেন।
ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন। গুলিবিদ্ধ জেলে খোকনসহ অন্যান্য জেলেদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধ খোকন বলেন, আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা মাছ এবং জালসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
এবিষয়ে পটুয়াখালীর আন্ধারমানিক কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান প্রিয় বলেন, শুনেছি একটি ডাকাতির ঘটনা ঘটেছে এবং কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।
এএইচ