ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে মৃতদেহের গন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের দশটি প্রদেশের ৭৫ শতাংশ স্থাপনা ধংস হয়েছে। বাকিগুলোতেও ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে দুই দেশে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। 

সংবাদমাধ্যমগুলো জানায়, দুই হাজার বছরের পুরোনো অনেক কেল্লা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা এখন ধ্বংসস্তূপে পরিণত। 

এদিকে, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহের গন্ধ বের হচ্ছে। ভূমিকম্পের ১৪ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদেহ।

ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হতাইয়ে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হাকান ইয়াসিনোলু নামের চল্লিশোর্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে ইস্তাম্বুলের দমকল বাহিনী জানিয়েছে।

কোনো কোনো প্রদেশে ফুটবল মাঠকে গণকবরে পরিণত করা হয়েছে। ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত হাতায় প্রদেশে ১৭ হাজার মানুষকে কবর দেয়া হয়েছে। 

তুরস্কে মৃতের সংখ্যা এখন ৪০,৬৪২ জনে দাঁড়িয়েছে। আর প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা ৫৮০০ ছাড়িয়ে গেছে।

ভূমিকম্পের ফলে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে দেশ দুটির প্রায় লাখো মানুষ আহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে ও বাস্তুচ্যুতদের সাহায্যার্থে ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। 

এএইচ