ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

ভাষা শহীদ দিবস উদযাপনের সকল প্রস্তুতি শেষ: ঢাবি উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

২১শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস উদযাপনের সকল প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোববার দুপুরে বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার প্রধান বিচারপতিসহ উচ্চপদস্থরা পুষ্পস্তবক অর্পন করবেন। পরে সাধারণ জনগণের জন্য তা উন্মুক্ত করে দেয়া হবে। সেদিন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবে সেচ্ছাসেবীরা। 

সবাইকে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনার প্রবেশের জন্য আহ্বান জানান উপাচার্য। 

২১শে ফেব্রুয়ারির দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পলাশীর মোড় হয়ে জগন্নাথ হল হয়ে যেতে হবে। বের হতে হবে জিমনেশিয়াম মাঠ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট হয়ে। 

ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে, তবে সবাইকে পোস্টার লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান ঢাবি উপাচার্য। 

এএইচ