দুর্ঘটনা মোকাবিলার বিষয়ে স্কুল পর্যায়ে পড়ানো উচিত: আতিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৪:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দুর্যোগ কিংবা দুর্ঘটনা মোকাবিলার বিষয়ে স্কুল পর্যায়ে পাঠ্য পুস্তকে পড়ানো উচিত। সেই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রিয় পর্যায়ে সচেতনতা তৈরি করা উচিত।
সোমবার গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, “আগুন যেকোনো সময়েই লাগতে পারে। এ ভবনটি সব নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু এতো সুন্দর ভবন অথচ আগুন লাগলো। ইমার্জেন্সি পরিস্থিতির জন্য ফায়ার ড্রিল করার মতো গার্ড ও বাসিন্দারা প্রশিক্ষিত ছিল না।”
মেয়র বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো বিপর্যয়ে সচেতনতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ভবনটি বিল্ডিং কোড মেনেই করা হয়েছে। ভবনে সেন্ট্রাল এসি ছিল। সেটা থেকে কোনো কারণে আগুনের ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করা হবে।
মেয়র বলেন, আমাদের দেশে অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনায় মানুষের বিশৃঙ্খলতার কারণে ফায়ার সার্ভিসসহ আইনশৃংখলা বাহিনীর কার্যক্রমে বাঁধা সৃষ্টি হয়। এর ফলে গত রাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
তাছাড়া বাড়ি নির্মাণেও সবাইকে সচেতন হবার আহবান জানান মেয়র।
এএইচ