ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাগেরহাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল  

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এরপরেই শহীদ মিনারের বেদিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, গণপূর্ত বিভাগ, বাগেরহাট সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখা, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুষ্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি। 

মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে ভাষা সৈনিকেরা শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।  

এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। 

বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।     

এএইচ