ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কোভিড: মৃত্যু নেই, শনাক্ত সবাই ঢাকার বাসিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৯ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৭২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৭৭৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৯৭ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় আর কোনো কোভিড রোগী শনাক্ত হয়নি এই দিনে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এমএম/