ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভাষা শহীদদের প্রতি রেড ক্রিসেন্টের বিনম্র শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে সমন্বয় করে জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে কাজ করেছে ৫ সদস্যের রেড ক্রিসেন্ট মেডিকেল টিম।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি। সোসাইটির লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খন্দকার এনায়তুল্লাহ একরাম পলাশের নেতৃত্বে সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ১৫ জন স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।

পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণী পেশার মানুষ ও নিরাপত্তাকর্মীদের জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ভোর ৬টা থেকে অ্যাম্বুলেন্স ও ওষুধ নিয়ে প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট মেডিকেল টিম। এদিকে গতকাল (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০ সদস্যকে জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে সোসাইটির মেডিকেল টিম।
কেআই//