ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

কলকাতা ইসলামিয়া কলেজের জিএস নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব। এটি ১৯৪৬ সালের কথা। এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারি নিযুক্ত হন তিনি। একই বছর প্রাদেশিক নির্বাচনে শেখ মুজিব মুসলিম লীগের পক্ষে অনবদ্য ভূমিকা পালন করেন। পাকিস্তান দাবির পক্ষে গণভোট হিসেবে খ্যাত ১৯৪৬ সালের নির্বাচনে শেখ মুজিব বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মুসলিম লীগের ওয়ার্কার ইনচার্জ ছিলেন।

কৃষক সমাজের কাছে গিয়ে পাকিস্তান দাবির ন্যায্যতা তুলে ধরে ভোট চান। এই নির্বাচনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে মুসলিম লীগ বিজয় লাভ করে। বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে হোসেন শহীদ সোহওয়ার্দীর নেতৃত্বে সরকার গঠন হয়।

১৯৪৬ সালের ১৬ আগস্ট হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শেখ মুজিব। ‘ক্যালকাটা কিলিং’ নামে পরিচিত এ দাঙ্গায় তিনি নিরীহ মানুষের জীবনরক্ষায় ব্যাপক কাজ করেন। দাঙ্গার বিরুদ্ধে মোহনদাস করমচাঁদ গান্ধীর শান্তি মিশনে কথা বলতে মুজিব ও সোহরাওয়ার্দী গান্ধীজির সঙ্গে দেখা করেন।   

হিন্দু-মুসলিম দাঙ্গার সময়টিতে শেখ মুজিব ত্রাণকাজে সম্পৃক্ত হন। দিন রাত পরিশ্রমের ফলে তাঁর স্বাস্থ্য ভেঙ্গে পরে। বিভিন্ন ক্যাম্পে দৌড়াদৌড়ি করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে যান তিনি। খবর পেয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাঁকে হাসপাতালে ভর্তি করেন। টানা ১৫ দিন কলকাতার হাসপাতালে চিকিৎসা নেন শেখ মুজিবুর রহমান।  

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com