ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ এবং সড়ক অবরোধ করেন।

বুধবার সকালে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জেলার দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগি বিক্রি করতেন। 

স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পেছেন থেকে ট্রলিটি সাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। 

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এএইচ