ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ, হেলপার নিহত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সাভারে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে রাস্তায় পড়ে গিয়ে গাড়ি চালকের এক সহকারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে জোরপুল এলাকায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা এসআই পরিবহনের একটি বাস নিয়স্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। 

এসময় ঘটনাস্থলেই ঠিকানা পরিবহনের হেলপার সবুজ (২৭) রাস্তায় পরে গিয়ে মারা যান। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ এসআই পরিবহনের বাস ও নিহতের লাশ উদ্ধার করে।

নিহত যুবকের বাড়ি সিরাজগঞ্জ জেলার মিরপুর দক্ষিণপাড়া গ্রামের শায়েব আলীর ছেলে। 

এএইচ