ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

লাইপজিগের মাঠে ম্যানচেস্টার সিটির হোঁচট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে দাপট দেখাল সিটিজেনরা। আর দ্বিতীয়ার্ধে আধিপত্য করল স্বাগতিকরা। তাতে দুই অর্ধের মতোই ম্যাচের ফলও শেষ হয় সমতায়।

বুধবার রাতে লাইপজিগের মাঠের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রতিপক্ষের মাঠে শুরুতে বল দখল ও আক্রমণে দাপট দেখায় সিটিজেনরা। ২৭ মিনিটে ইলকাই গুন্দুয়ানের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহারেজ। 

পরে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। 

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ শুরু করে লাইপজিগ। এতে ৭০ মিনিটে গোল পেয়ে যায় তারা। কর্নারের শর্ট উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ক্রোয়াট ডিফেন্ডার গাভারদিওল।

বাকি সময়ে কেউই লক্ষ্যভেগ করতে না পারলে ড্র দিয়েই শেষ হয় খেলা। 

আগামী ১৪ মার্চ সিটির মাঠে ফিরতি লেগে নির্ধারিত হবে দুই দলের ভাগ্য।

অপর ম্যাচে রোমেলু লুকাকুর একমাত্র গোলে এফসি পর্তোকে হারিয়েছে ইন্টার মিলান।

এএইচ