ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

ভুয়া গোয়েন্দা কর্মকর্তা ডলার নাহিদ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে তল্লাসি, শ্লীলতাহানি, লুটপাটের ঘটনায় আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মিডিয়ার সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মঈন।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে নিজেকে গোয়েন্দা পরিচয় দিয়ে প্রতারণা করতো নাহিদ ও তার দল। আর এ কাজে নানা কৌশলে সঙ্গে নেয়া হতো পুলিশ সদস্যদের। 

নাহিদ মাধ্যমিকের গন্ডি না পেরালেও নিজেকে ১৯৯৬ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে দাবি করে। ২০১৬ সালে একটি প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করতো সে। 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এএইচ