ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

শোক-শ্রদ্ধায় পিলখানা ট্রাজেডিতে নিহতদের স্মরণ (ভিডিও)

রাসেল খান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার | আপডেট: ০৪:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শোক-শ্রদ্ধায় পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করল জাতি। দ্রুত মামলার চূড়ান্ত আপিল শুনানী শুরু এবং ঘটনার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান শহীদদের স্বজনেরা। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু উগ্র ও বিপথগামী সদস্যদের নারকীয় হত্যাকাণ্ডে শহীদ হন ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৮ জন।

সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরপর তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরা দ্রুত বিচার শেষ করার দাবি জানান। 

আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাবাবুব উল আলম হানিফ। তিনি  বলেন, দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পিলখানায় হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।

শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্ব ও সেনাবাহিনীর মনোবলকে ভেঙ্গে দিতেই এই নাশকতা। হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানায় জাতীয় পার্টি।

দ্রুত মামলা নিষ্পত্তি করার দাবি জানান রাজনীতিকরা।

এএইচ