ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

স্মার্ট অ্যাপ ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সুবিধা চালু করেছে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ১১:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

ব্যাংক এশিয়া গ্রামীণফোনের সহযোগিতায় “ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ” ব্যবহারকারীদের জন্য খরচবিহীন ইন্টারনেট সুবিধা চালু করেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে (র‌্যাংগস্ টাওয়ার) এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

গ্রামীণফোন লিমিটেডের পরিচালক ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ এবং ব্যাংক এশিয়ার হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল মো. মনিরুজ্জামান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এই ক্যাম্পেইনের আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকগণ (শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারী) খরচবিহীন ইন্টারনেট সুবিধায় স্মার্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। 
কেআই//