ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বখাটে যুবকের ছুরিকাঘাতে নারী পোশাককর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

গাজীপুরের চান্দনা চৌরাস্তাতে ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত বখাটে যুবক ফয়সালকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। 

রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক কর্মীর তানজিলা আক্তার চান্দনা চৌরাস্তা এলাকার গার্মেন্টস কারখানার কাটিং অপারেটর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গেল রাত আটটার দিকে ছুটির পর ওই নারী পোশাককর্মী কারখানা থেকে বাসায় ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তার গলির ভিতর দিয়ে যাওয়ার সময় বখাটে ফয়সাল তার গতিরোধ করেন। 

পরে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে যুবক ছুরিকাঘাত করলে তানজিলা গুরুতর আহত হন।  

তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন। 

এসময় স্থানীয় লোকজন ফয়সালকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম উত্তর) আবু তোয়াব শামসুর রহমান জানান, নিহত পোশাক কর্মী ও আটক ওই যুবক একই কারখানায় কাজ করতেন। ছেলেটি বিভিন্ন সময় মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিলে ওই যুবকের চাকরি চলে যায়। 

ঘটনার দিন এ নিয়ে বাক-বিতণ্ডারর জেরে এক পর্যায়ে ওই যুবক ছুরিকাঘাত করলে হাসপাতালে ওই নারী পোশাক কর্মীর মৃত্যু হয়।

এএইচ