নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৪:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যা চেষ্ঠার ঘটনায় তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধনে ঘটনার নিন্দা এবং দোষিদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে মানববন্ধনের আয়োজন করে জেলা ছাত্রলীগ শহর যুবলীগ, জেলা শ্রমিকলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে হত্যাচেষ্টার ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ছেলে আমিনুর রশিদ খান তাপস বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে শুটার আরিফকে প্রধান করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার চেষ্টা ও গুলির ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এসি